বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর ভালোবাসা, তাঁদের জীবনযাপন, বাধা পেরিয়ে টিকে থাকার সংগ্রামের মুখোমুখি হওয়া সিরিজের নাম ‘ক্যাম্পাস ডায়েরি’। এ তালিকায় সিরিজটি ৯ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
‘অভয়’ সিজন-৩ এই তালিকায় ৮ নম্বরে রয়েছে। একাধিক অপরাধের টান টান উত্তেজনার গল্পটি সিনেমা জি-৫–এ মুক্তি পেয়েছিল। সিরিজটি শেষ পর্যন্ত দর্শকদের দেখতে বাধ্য করে। ছবি: সংগৃহীত
যোধপুরের এমবিএ পড়ুয়া শিক্ষার্থীর প্রেম, বিয়ে ও ক্যারিয়ারের নানা মজার ঘটনা নিয়ে ‘এনসিআর ডেইজ’ ওয়েব সিরিজ। ইউটিউবে প্রচার হওয়া স্বল্প ব্যয়ের সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এটি ৭ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
পারিবারিক গল্পের কমেডি ঘরানার ওয়েব সিরিজ ‘গুলাক’ প্রচারের পর থেকে আলোচনায় ছিল। এটি তালিকায় ৬ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
‘অপহরণ’–এর নতুন সিজন এই তালিকায় ৫ নম্বরে রয়েছে। ক্রাইম ও অ্যাকশন ঘরানার সিনেমাটিও অনেক কম বাজেটে বানানো হয়েছে। ছবি: সংগৃহীত
ডিজনি প্লাস হটস্টারের ‘হিউম্যান’ এই তালিকায় ৪ নম্বরে রয়েছে। ইন্ডিয়ান কিছু ফার্মার পেছনের অন্ধকার জগতের গল্প তুলে ধরা হয়েছে সিরিজে। ছবি: সংগৃহীত
ভারতের মহাকাশের জনকখ্যাত বিক্রম সারা ভাই ও ভারতীয় পদার্থবিদ ড. হোমি জে ভাবার জীবনে নিয়ে ‘রকেট বয়েস’ এই তালিকায় ৩ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
২০১৯ সালের ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ এ বছরও মুক্তির পর আলোচনায় আসে। সিরিজটির নতুন সিজন আরও বেশি দর্শকপ্রিয়তা পায়। এই তালিকায় ২ নম্বরে রয়েছে সিরিজটি। ছবি: সংগৃহীত
একটি পঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ঘিরে সাদামাটা গল্প। নেই কোনো বড় তারকা। নেই থ্রিলারের স্বাদ, নেই মারামারি। পারিবারিক ড্রামা ও কমেডি ঘরানার এ সিরিজের দ্বিতীয় কিস্তিতেও গল্পই প্রাণ ছিল। ভক্তদের চমকে দিয়ে ‘পঞ্চায়েত’ ‘আইএমডিবি’র তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে। ছবি: সংগৃহীত
এর পর থেকেই সমবেদনা জানিয়ে তাঁর কাছে বিভিন্ন মেসেজ ও ফোন আসতে থাকে। এতে একধরনের বিরক্ত হয়ে গেছেন তিনি। তাই তো থানায় গিয়ে পুলিশের কাছে যাঁরা এই গুজব ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশকে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে আমাকে খুন করেনি, আমি বেঁচে আছি। যেই সংবাদ ছড়িয়েছে তা ভুল।’ খুনের অভিযোগ যেই ছেলে অভিষেক কাপুরের বিরুদ্ধে তিনি বলেন, ‘এই সংবাদের পর সবাই ফোন করে বলছে আমি নাকি আমার মাকে খুন করেছি। আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এমন ভয়ানক কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না।’
গত শনিবার বীণা কাপুর নামের এক নারীর লাশ উদ্ধার করে মুম্বাই পুলিশ। সম্পত্তির জন্য তাঁকে তাঁর ছেলে শচিন কাপুর বেসবল ব্যাট দিয়ে আঘাত করেন। মায়ের মৃত্যু নিশ্চিত করার পর প্লাস্টিকের ব্যাগে করে লাশ জুহু থেকে ৯০ কিলোমিটার দূরের রায়গড়ের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। এই ঘটনায় শচিন এখন পুলিশের হেফাজতে রয়েছেন।