ওর ওই দুটো শব্দ তাতিয়ে দিয়েছিল', ক্রিজে হার্দিক কী বলেছিলেন, জানালেন কোহলি
Virat Kohli vs Pakistan In T20WC 2022: হার্দিক পান্ডিয়া ক্রিজে বারবার এই দুটো শব্দ তাঁকে বলেছিলেন। জানালেন কোহলি।
তাঁর জীবনের অন্যতম সেরা ইনিংস। বিরাট কোহলির এই ইনিংসের কথা ভারতীয় সমর্থকরাও মনে রাখবেন বহুদিন। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একার হাতেই দেশকে জেতালেন তিনি।
৫৩ বলে ৮২। মেলবোর্নে নায়ক বিরাট কোহলি। যা সব শট তিনি এদিন খেললেন, তাতে নিজের ক্লাস বুঝিয়ে দিলেন বিরাট কোহলি।
কে এল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আউট হওয়ার পর বিরাট-পান্ডিয়া জুটি ভারতীয় ইনিংস টানল। দুজনে মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেন।
একটা সম.য় ভারতের ম্যাচ জেতা অসম্ভব বলে মনে হচ্ছিল অনেকের। তবে সেটাই সম্ভব করে দিলেন কোহলি। একের পর এখ বড় শটে দলকে জয়ের কাছে নিয়ে গেলেন তিনি।
বিরাট কোহলি যখন মেলবোর্নে পুরস্কার মঞ্চে , তখন গোটা স্টেডিয়াম চিৎকারে গমগম করছিল। কোহলি বলে গেলেন, পান্ডিয়া বারবার বলছিল বিশ্বাস রাখো। ও নিজের উপর বিশ্বাস রাখতে বলছিল। ওর ওই দুটো শব্দ তাতিয়ে দিয়েছিল আমাকে। বিশ্বাস রেখেছিলাম যে ম্যাচটা বের করে আনব।
No comments:
Post a Comment