Sunday, October 23, 2022

Virat Kohli India Pakistan

 

ওর ওই দুটো শব্দ তাতিয়ে দিয়েছিল', ক্রিজে হার্দিক কী বলেছিলেন, জানালেন কোহলি

Virat Kohli vs Pakistan In T20WC 2022: হার্দিক পান্ডিয়া ক্রিজে বারবার এই দুটো শব্দ তাঁকে বলেছিলেন। জানালেন কোহলি।

null1/ 5

তাঁর জীবনের অন্যতম সেরা ইনিংস। বিরাট কোহলির এই ইনিংসের কথা ভারতীয় সমর্থকরাও মনে রাখবেন বহুদিন। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একার হাতেই দেশকে জেতালেন তিনি।

null2/ 5

৫৩ বলে ৮২। মেলবোর্নে নায়ক বিরাট কোহলি। যা সব শট তিনি এদিন খেললেন, তাতে নিজের ক্লাস বুঝিয়ে দিলেন বিরাট কোহলি।

Kohli 3/ 5

কে এল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আউট হওয়ার পর বিরাট-পান্ডিয়া জুটি ভারতীয় ইনিংস টানল। দুজনে মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেন।

4/ 5

একটা সম.য় ভারতের ম্যাচ জেতা অসম্ভব বলে মনে হচ্ছিল অনেকের। তবে সেটাই সম্ভব করে দিলেন কোহলি। একের পর এখ বড় শটে দলকে জয়ের কাছে নিয়ে গেলেন তিনি।

5/ 5

বিরাট কোহলি যখন মেলবোর্নে পুরস্কার মঞ্চে , তখন গোটা স্টেডিয়াম চিৎকারে গমগম করছিল। কোহলি বলে গেলেন, পান্ডিয়া বারবার বলছিল বিশ্বাস রাখো। ও নিজের উপর বিশ্বাস রাখতে বলছিল। ওর ওই দুটো শব্দ তাতিয়ে দিয়েছিল আমাকে। বিশ্বাস রেখেছিলাম যে ম্যাচটা বের করে আনব।

Published by:Suman Majumder
First published:October 23, 2022, 17:55 IST

No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts