Wednesday, October 19, 2022

World cup 2022

 World cup 2022

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকছেন যারা

news24bd.tv
Oct 20, 2022 8:38 AM
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকছেন যারা

দোরগোড়ায় আরও একটি বিশ্বকাপ। মাঠে গড়ানোর বাকি মাত্র ৩১ দিন। দল গোছানোর কাজ প্রায় শেষের দিকে। এখন কেবল দল ঘোষণার অপেক্ষা।

যেখানে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হবে অনেকের। বাদ পড়ে অনেকে ডুববেন হতাশার মহাসাগরে। তবে প্রিয় দলের বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা পাবেন কারা তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল অনুরাগীদের মধ্যে। সেই ফুটবল প্রীতি ও দল সম্পর্কে ঠিকঠাক খুঁজ নিয়ে ৩৫ সদস্যের আর্জেন্টিনা দল সাজিয়েছেন আর্জেন্টিনার ক্রীড়া-ভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান।

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আজন্ম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা মেসি লড়তে চান আরও একবার। কে জানে হয়তো শেষবার। দেশটির মহাতারকা লিওনেল মেসির জন্য হলেও একটা শিরোপা জিততে চায় তার দলের বাকি সদস্যরা। শিরোপা খরা অবশ্য দূর করেছে মেসি। গত কোপা আমেরিকার পর ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতেছে উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস শিরোপা। তাতে স্বপ্নটা আরও বড় হয়েছে মেসি ভক্তদের। এবার হয়তো বহুল আরাধ্যের বিশ্বকাপটাও ছুঁয়ে দেখা হবে মেসির।

মেসিকে একটি বিশ্বকাপ এনে দিতে দল গোছানোর শেষ সময়ের কাজ সারছেন কোচ লিওনেল স্ক্যালোনি। আগামী দু একদিনের মধ্যেই ঘোষিত হবে সেই দল। তবে স্ক্যালোনির ঘোষণার আগেই সেটি ফাঁস করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক আর্তুরো বুলিয়ান। গত কাল রাতে এক টিভি চ্যানেলে ৩৫ সদস্যের দলের তালিকা ফাঁস করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এটিই হতে যাচ্ছে মেসিদের বিশ্বকাপ দল।

৩৫ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন যারা। তারা হলেন: 

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস টালিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি

মিডফিল্ডার:
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফের্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গনজালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও/লুকাস ওক্যাম্পোস/নিকোলাস ডমিঙ্গেজ।

No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts