Thursday, November 10, 2022

Taslima Nasrin, Bangladesh-Indian-Swedish Writer

 



Taslima Nasrin, Bangladesh-Indian-Swedish Writer 


বেগুন নিয়ে একাত্তর টিভির টক শো’র বিষয়ে যা বললেন তসলিমা নাসরিন

অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২২ ০৫:৫৯ পিএম | আপডেট: ৮ নভেম্বর ২০২২ ০৬:২৩ পিএম
তসলিমা নাসরিন। পুরোনো ছবি
advertisement

বেগুনে ক্যানসার সৃষ্টিকারী উপাদান রয়েছে- এমন গবেষণা নিয়ে সম্প্রতি টক শোর আয়োজন করে একাত্তর টিভি। সেখানে গবেষণাকারী কৃষিবিজ্ঞানী ড. এইচ এম জাকিরকে অপদস্ত করেন টক শোর উপস্থাপক ও দুই আলোচক। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। এবার এ নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। আজ মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ওই উপস্থাপক ও দুই আলোচকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, ‘একাত্তর টিভিতে তিন মূর্খ মহিলা-সাংবাদিক একজন কৃষিবিজ্ঞানীর নতুন গবেষণা নিয়ে যেসব হাস্যকর, বিরক্তিকর, অশালীন, অশ্লীল, উদ্ভট  মন্তব্য করেছেন এবং গবেষককে যেভাবে অপমান আর অপদস্থ করেছেন তা দেখে  হতবাক হয়ে গেলাম। বাংলাদেশ বলেই বোধহয় এমন গণ্ডমূর্খের দল শুধু সরকারের চাটুকারবৃত্তিতে পারদর্শিতার গুণে নানা প্রতিষ্ঠানের উচ্চস্থানে বসার সুযোগ পেয়েছেন।’

advertisement

তসলিমা লেখেন, ‘বিজ্ঞান সম্পর্কে, বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে, গবেষণাপত্র প্রকাশ সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নেই , তাদের দায়িত্ব দেওয়া হয়েছে গবেষকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে! একাত্তর টিভির উচিত ছিল গবেষকের নতুন গবেষণা নিয়ে আলোচনা করার জন্য গবেষণা সম্পর্কে সম্যক ধারণা আছে এমন একজন বিজ্ঞানী বা বিজ্ঞানমনস্ক কোনো জ্ঞানী ব্যক্তিকে নির্বাচন করা।’

advertisement 4

তিনি লেখেন, ‘আজকাল টেলিভিশনে এমন হয়েছে, ঘটে দুই ছটাক বুদ্ধি নেই, এমন মেয়েদেরও টিভি-ক্যামেরার সামনে  কিছু বুলি শিখিয়ে বসিয়ে দেওয়া হয় যাদের সম্বল বলতে সুন্দর নাক-চোখ-মুখ, সুন্দর পোশাক-আশাক, সুন্দর দেহসৌষ্ঠব। তারাই খবর পড়ে, তারাই রাজনীতিকের সঙ্গে আলোচনায় বসে, তারাই বিজ্ঞানীকে প্রশ্ন করে, অর্থনীতি বিষয়ে জ্ঞানদান করে, শিল্প সাহিত্য নিয়ে মত প্রকাশ করে। জনগণ এদের দেখছে প্রতিদিন, এরাই হয়ে উঠছে জনপ্রিয়, এরাই হয়ে উঠছে বরেণ্য বুদ্ধিজীবী। দেশ যখন রসাতলে যায়, এভাবেই যায়।’

advertisement


No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts