This information has been informed in a press release of the Prime Minister's office. The outgoing President of the IDF, Prof. Andrew Bolton, other IDF representatives and members participating in the conference, doctors from Bangladesh, health workers, Bangladesh Embassy officials were present at this event in Lisbon.
While accepting the award on behalf of the Prime Minister, Ambassador Tariq Ahsan said that under the leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh has become a role model for the developing world in human development, especially by prioritizing health, education and women's empowerment. He also said that the Prime Minister has always given special importance to the health sector in human development.
সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে অংশ নিয়েছিলেন ৬৮টি দেশের শিল্পীরা। শুক্রবার সকাল ১০টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ভার্চ্যুয়ালি প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মঙ্গলবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘শিল্পের নানা মাধ্যমের প্রদর্শনীর সঙ্গে এই বিয়েনালটি হতে যাচ্ছে ১১৪টি দেশের শিল্পীদের অভূতপূর্ব এক মিলনমেলা। আমরা এই বিয়েনালের কোনো থিম নির্ধারণ করি না। কারণ আমরা জানি, প্রত্যেক শিল্পী তাঁর ভেতরে এক শৈল্পিক দর্শন ধারণ করেন, যা তাঁকে পরবর্তী সময়ে শৈল্পিক বুদ্ধিজীবীতে পরিণত করে। আমরা জানতে চাই চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পী বর্তমান সময়কে কীভাবে চিত্রিত করেছেন; তাঁর মানসপটে শিল্পের কোন মাধ্যমে তিনি তাঁর ভাবনার কথা তুলে আনতে চান।’
এ বছরও প্রদর্শনীর শিল্পকর্মের ওপর থাকছে পুরস্কার। নয়টি শাখায় পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ টাকা মূল্যমানের তিনটি গ্র্যান্ড এবং তিন লাখ টাকা মূল্যমানের ছয়টি সম্মানসূচক পুরস্কার। পুরস্কারের বিচারক ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী রফিকুন নবী, শ্রীলঙ্কার জগৎ ভিরাসিংহে, তুরস্কের নারসেরিন টর, যুক্তরাজ্যের ইয়োনা ব্লাজউইক ও পোল্যান্ডের শিল্পী জ্যারোস্ল সুহান।
সংবাদ সম্মেলনে ইয়োনা ব্লাজউইক বলেন, ‘এ আসরের কাজ বাছাইয়ে আমরা গুরুত্ব দিয়েছি সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপট। বর্তমান সমাজের চালচিত্র বা প্রতিদিনের ঘটনাগুলো কীভাবে শিল্পীর মনে রেখাপাত করছে, শিল্পকর্মে তা কতটা উঠে এসেছে, তা জানতে মুখিয়ে ছিলাম আমরা। মানুষের দৈনন্দিন জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, প্রকৃতির সঙ্গে মানুষের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক কীভাবে শিল্পীরা তাঁদের শিল্পকর্মে তুলে আনছেন, সেগুলোয় নজর রেখেছি আমরা।’
জগৎ ভিরাসিংহে বলেন, ‘এশিয়ান আর্ট বিয়েনাল চারুশিল্পের দুই প্রজন্মের মিলনমেলা। ১৯৪৭ সালে যে শিল্পীর জন্ম, তিনি যেভাবে বিশ্বকে দেখেছেন, চিত্রিত করছেন তার সঙ্গে বিস্তর তফাত হবে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া শিল্পীদের। দুই ধারার শিল্পীদের শিল্পকর্ম দেখার অভূতপূর্ব সুযোগ এসেছে এবার।’
এবারও প্রদর্শনী উপলক্ষে থাকবে দেশ-বিদেশের শিল্পী, সমালোচক, বিচারক ও পর্যবেক্ষকদের অংশগ্রহণে সেমিনার। শুক্রবার বেলা ১১টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে রয়েছে সেমিনার ‘হোম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্পী ও সমালোচক মোস্তাফা জামান। আলোচনায় অংশ নেবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
একই দিনে একই বিষয়ে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে বেলা দুইটায় আলোচনা করবেন শিল্প–সমালোচক মইনুদ্দীন খালেদ। পরদিন শনিবার নাজমা খান মজলিসের সভাপতিত্বে সেমিনারকক্ষে আলোচনা করবেন স্থপতি সাইফ উল হক। দ্বিতীয় পর্বে জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক আহরার আহমেদের সভাপতিত্বে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শামসাদ মর্তুজা।
প্রদর্শনী উপলক্ষে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে নৌভ্রমণ, বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, আর্টক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে প্রথম বার্ষিক প্রতিবেদনে করিম খান এসব তথ্য জানান। ১ ডিসেম্বরের ওই প্রতিবেদন সোমবার থেকে শুরু হওয়া আইসিসির সদস্যদের বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। রোম সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর ছয় দিনের এ অধিবেশন শেষ হওয়ার কথা ১০ ডিসেম্বর।
ইউক্রেনের রণাঙ্গন থেকে ট্যাংকের সামনে দাঁড়িয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে যুক্ত হন লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাবরিলিয়াস ল্যান্ডবারগিস। ইউক্রেনের রণাঙ্গন থেকে সরাসরি যুক্ত হয়ে ল্যান্ডবারগিস অনেকের মনোযোগ কাড়েন। তিনি ছাড়াও বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আইসিসির চলমান অধিবেশনে যুক্ত হয়েছেন।
বাংলাদেশ/মিয়ানমার মামলার তদন্তের বিষয়ে বলা হয়, রোহিঙ্গাদের বিতাড়িত করার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ২০১৯ সালের নভেম্বরে তদন্ত করার অনুমোদনের পাওয়ার পরে প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়। এর পর থেকেই আইসিসির কৌঁসুলির দপ্তর, বাংলাদেশ সরকার, কূটনৈতিক মহল, জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রধান কৌঁসুলি পাঁচ দিনের সফরের সময় কক্সবাজার ঘুরে আসেন।
সানজিদা ইসলাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের বাসিন্দা। তিনি পড়াশোনা করছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে পড়ছেন তিনি। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী থাকাকালে ২০১৪ সালে তিনি তাঁর ছয় সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে সাড়া ফেলেছিলেন। এরপর প্রথম আলো সানজিদার ওই দলকে ‘সাত সাহসী’ উপাধি দিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিল।
সানজিদাসহ এই সাত সাহসী ২০১৪ সালেই ঘাসফড়িং নামে একটি সংগঠন গড়ে তোলেন। এর পর থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেছেন তাঁরা। তবে এখন সবাই আলাদাভাবে কাজ করেন।
বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় সানজিদা ইসলামের নাম আসার পর প্রথম আলোর এই প্রতিনিধি মঙ্গলবার তাঁর বাড়ি যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই এখন আলাদাভাবে কাজ করি। কিন্তু প্রত্যেকেই তাঁদের জায়গা থেকে সক্রিয়।’ এ পর্যন্ত ৭০টির বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছেন সানজিদারা।
বাল্যবিবাহ ঠেকানো ছাড়া যৌতুক প্রথা বন্ধেও কাজ করেন সানজিদা। তিনি জানালেন, পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হতে চান। তাঁর মতে, এই বাল্যবিবাহ ঠেকানোসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে থাকতে হলে স্বাবলম্বী হতে হবে।
২০১২ সালের ভারতের দিল্লিতে ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর থেকে বিবিসি এ তালিকা প্রকাশ করে আসছে। এ বছর ছিল এ তালিকা প্রকাশের ১০ বছর পূর্তি। বিবিসির এ তালিকায় এবার স্থান পেয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ইরানের পর্বত আরোহী এলনাজ রেকাবি।
সরকারি অনুমোদনপ্রাপ্ত এই বাণিজ্যিক সংগঠনের প্রধান কাজ কৃষি রসায়নশিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ফসলের সুরক্ষা প্রদান, এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ, মাত্রা নির্ধারণ ও সরকারি বিভিন্ন কর্মপরিকল্পনা ও বিধিবিধান বাস্তবায়নে সহায়তা করা।
বিএএমএর আহ্বায়ক ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জনসমূহ তুলে ধরা হয়। এ ছাড়া আলোচ্যসূচি অনুযায়ী পূর্ববর্তী মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠের সঙ্গে সঙ্গে অনুমোদন দেওয়া হয়।
সাধারণ সভায় কে এস এম মোস্তাফিজুর রহমানকে সর্বসম্মতিক্রমে বিএএমএর সভাপতি নির্বাচিত করেন সংগঠনটির সদস্যরা। সভায় ১১ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই কমিটি আগামী দুই বছরের জন্য (২০২৩-২৪ সাল) দায়িত্বে থাকবে।
No comments:
Post a Comment