Thursday, December 8, 2022

Ana Maria Markovic, Croatian footballer.


 


















Advertisement
০৮ ডিসেম্বর ২০২২
Ana Maria Markovic

কে সেরা, রোনাল্ডো না মেসি? একটুও না ভেবে উত্তর দিলেন ‘বিশ্বের সবথেকে সুন্দরী’ ফুটবলার

রোনাল্ডো না কি মেসি? কাকে সেরা মানেন পৃথিবীর সব থেকে সুন্দরী ফুটবলার আনা?

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪৬
Share:Save:
০১১৬
রোনাল্ডো, না কি মেসি! সেরা কে? এর উত্তর নিয়ে ধন্দে গোটা দুনিয়া। এই প্রশ্নে আড়াআড়ি বিভক্ত ফুটবলবিশ্ব। তবে ‘পৃথিবীর সব থেকে সুন্দরী’ ফুটবলারের এই নিয়ে কোনও ধন্দই নেই। এক বারে তিনি জানিয়ে দিয়েছেন সেরা ফুটবলার কে। তিনি আনা মারিয়া মারকোভিক।

রোনাল্ডো, না কি মেসি! সেরা কে? এর উত্তর নিয়ে ধন্দে গোটা দুনিয়া। এই প্রশ্নে আড়াআড়ি বিভক্ত ফুটবলবিশ্ব। তবে ‘পৃথিবীর সব থেকে সুন্দরী’ ফুটবলারের এই নিয়ে কোনও ধন্দই নেই। এক বারে তিনি জানিয়ে দিয়েছেন সেরা ফুটবলার কে। তিনি আনা মারিয়া মারকোভিক।

০২১৬
গত ছ’মাসে ইনস্টাগ্রামে আনার ফলোয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সেই পরিসংখ্যান দেখে সংবাদ মাধ্যম তাঁকে বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার বলে। কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবেন না তিনি। তাঁর লক্ষ্য শুধুই ফুটবল।

গত ছ’মাসে ইনস্টাগ্রামে আনার ফলোয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সেই পরিসংখ্যান দেখে সংবাদ মাধ্যম তাঁকে বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার বলে। কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবেন না তিনি। তাঁর লক্ষ্য শুধুই ফুটবল।

০৩১৬
ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সমাজমাধ্যামে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন। সেরা কে? লিয়োনেল মেসি, না কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সমাজমাধ্যামে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন। সেরা কে? লিয়োনেল মেসি, না কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

০৪১৬
জবাবটা সোজাসুজি দিয়েছেন আনা। লিখেছেন, ‘সিআর৭’। ‘গোট’ বোঝাতে সঙ্গে একটি ছাগলের ইমোজি যোগ করে দেন।

জবাবটা সোজাসুজি দিয়েছেন আনা। লিখেছেন, ‘সিআর৭’। ‘গোট’ বোঝাতে সঙ্গে একটি ছাগলের ইমোজি যোগ করে দেন।

০৫১৬
কেন তাঁর প্রিয় রোনাল্ডো,  সেই ব্যাখ্যাও দিয়েছেন। আনা বলেন, ‘‘আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো। কারণ তিনি অসম্ভব শৃঙ্খলাপরায়ণ। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তুমি তোমার সবটাই খেলায় দেবে।’’

কেন তাঁর প্রিয় রোনাল্ডো, সেই ব্যাখ্যাও দিয়েছেন। আনা বলেন, ‘‘আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো। কারণ তিনি অসম্ভব শৃঙ্খলাপরায়ণ। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তুমি তোমার সবটাই খেলায় দেবে।’’

০৬১৬
আনা নিজেও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে ২২ বছরের আনার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। কখনও বিকিনি পরে, কখনও হ্যালোউইনের পোশাকে ছবি দেন তিনি। যে ছবিই দেন, তাতে হাজার হাজার লাইক পড়ে যায়। যদিও এ সবে খুশি হতে পারেন না আনা।

আনা নিজেও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে ২২ বছরের আনার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। কখনও বিকিনি পরে, কখনও হ্যালোউইনের পোশাকে ছবি দেন তিনি। যে ছবিই দেন, তাতে হাজার হাজার লাইক পড়ে যায়। যদিও এ সবে খুশি হতে পারেন না আনা।

০৭১৬
আনা চান, মাঠের বাইরের জনপ্রিয়তা আসুক ফুটবলের মাঠেও। মাঠের বাইরের সাফল্য ধরা দিক গোলপোস্টেও।

আনা চান, মাঠের বাইরের জনপ্রিয়তা আসুক ফুটবলের মাঠেও। মাঠের বাইরের সাফল্য ধরা দিক গোলপোস্টেও।

০৮১৬
বরাবর আনা বলে এসেছেন, তাঁর প্রিয় ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জনপ্রিয়তার জন্য নয়, বরং ফুটবলের প্রতি রোনাল্ডোর নিষ্ঠাই টানে তাঁকে। তিনিও রোনাল্ডোর পথেই হাঁটতে চান। সাফল্য পেতে চান।

বরাবর আনা বলে এসেছেন, তাঁর প্রিয় ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জনপ্রিয়তার জন্য নয়, বরং ফুটবলের প্রতি রোনাল্ডোর নিষ্ঠাই টানে তাঁকে। তিনিও রোনাল্ডোর পথেই হাঁটতে চান। সাফল্য পেতে চান।

০৯১৬
সে কারণে আনা বার বার স্পষ্ট জানিয়েছেন, ‘সুন্দরী ফুটবলার’-এর তকমা তাঁর এমনিতে খারাপ লাগে না। কিন্তু ‘সেক্সি’ তকমা একেবারেই না-পসন্দ। মহিলা বলেই তাঁকে ‘সেক্সি’ বলা হবে, মানতে পারেন না।

সে কারণে আনা বার বার স্পষ্ট জানিয়েছেন, ‘সুন্দরী ফুটবলার’-এর তকমা তাঁর এমনিতে খারাপ লাগে না। কিন্তু ‘সেক্সি’ তকমা একেবারেই না-পসন্দ। মহিলা বলেই তাঁকে ‘সেক্সি’ বলা হবে, মানতে পারেন না।

১০১৬
আনার এখন লক্ষ্য একটাই। বেতনে সাম্য। তাঁর দাবি, পুরুষ ফুটবলারদের সমান বেতন দিতে হবে মহিলা ফুটবলারদেরও। এই নিয়ে সমাজমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছেন তিনি। আনা চান, এই দাবিতে তাঁদের পাশে দাঁড়ান পুরুষ ফুটবলাররাও। তাঁর কথায়, ‘‘আমরা মহিলারা, একে অন্যের পাশে সব সময়েই থাকি। চাইব, পুরুষরাও আমাদের পাশে থাকুন।’’

আনার এখন লক্ষ্য একটাই। বেতনে সাম্য। তাঁর দাবি, পুরুষ ফুটবলারদের সমান বেতন দিতে হবে মহিলা ফুটবলারদেরও। এই নিয়ে সমাজমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছেন তিনি। আনা চান, এই দাবিতে তাঁদের পাশে দাঁড়ান পুরুষ ফুটবলাররাও। তাঁর কথায়, ‘‘আমরা মহিলারা, একে অন্যের পাশে সব সময়েই থাকি। চাইব, পুরুষরাও আমাদের পাশে থাকুন।’’

১১১৬
আনার জন্ম ১৯৯৯ সালের ৯ নভেম্বর। ক্রোয়েশিয়ায়। এখন জাতীয় দলের হয়েই খেলেন তিনি। সুইৎজ়ারল্যান্ডের উওমেন’স সুপার লিগ ক্লাবের হয়ে খেলেন তিনি।

আনার জন্ম ১৯৯৯ সালের ৯ নভেম্বর। ক্রোয়েশিয়ায়। এখন জাতীয় দলের হয়েই খেলেন তিনি। সুইৎজ়ারল্যান্ডের উওমেন’স সুপার লিগ ক্লাবের হয়ে খেলেন তিনি।

১২১৬
১২ বছর বয়সে পরিবারের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডে চলে যান আনা। ১৪ বছর বয়সে প্রথম ফুটবল খেলতে শুরু করেন আনা। আনা জানিয়েছেন , তিনি ইংল্যান্ডে খেলতে যেতে চান। তবে এখনই নয়। আরও এক বছর নিজের ক্লাবকে দিতে চান, জানিয়েছেন এই স্ট্রাইকার।

১২ বছর বয়সে পরিবারের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডে চলে যান আনা। ১৪ বছর বয়সে প্রথম ফুটবল খেলতে শুরু করেন আনা। আনা জানিয়েছেন , তিনি ইংল্যান্ডে খেলতে যেতে চান। তবে এখনই নয়। আরও এক বছর নিজের ক্লাবকে দিতে চান, জানিয়েছেন এই স্ট্রাইকার।

১৩১৬
চলতি বছর গ্রীষ্মে নিজের ক্লাবের হয়ে দারুণ খেলেছেন আনা। শুভেচ্ছাও পেয়েছেন অনেক। ফোন করেছিলেন খোদ নেমার। কী বলেছেন তিনি? আনা জানিয়েছেন,  শুভেচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলের ফুটবল তারকা।

চলতি বছর গ্রীষ্মে নিজের ক্লাবের হয়ে দারুণ খেলেছেন আনা। শুভেচ্ছাও পেয়েছেন অনেক। ফোন করেছিলেন খোদ নেমার। কী বলেছেন তিনি? আনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলের ফুটবল তারকা।

১৪১৬
আনার বয়ফ্রেন্ড নিয়ে কানাঘুষো নেহাত কম নেই। জল্পনা, যাঁকে তিনি আদর্শ মানেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আনার। দু’জনে ইতিউতি দেখাও করেন।

আনার বয়ফ্রেন্ড নিয়ে কানাঘুষো নেহাত কম নেই। জল্পনা, যাঁকে তিনি আদর্শ মানেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আনার। দু’জনে ইতিউতি দেখাও করেন।

১৫১৬
আনা যদিও সাফ জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর আদর্শ। এ ছাড়া দু’জনের মধ্যে কোনও সম্পর্ক নেই। নিজের বয়ফ্রেন্ড নিয়ে যদিও কোনও কালেই মুখ খোলেননি আনা। সমাজমাধ্যমে কোনও ছবিও দেননি কখনও। তাঁর সহ খেলোয়াড়দের একাংশ যদিও দাবি করেন, বয়ফ্রেন্ড রয়েছে আনার। বাগ্‌দান হতে পারে শিগগিরই।

আনা যদিও সাফ জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর আদর্শ। এ ছাড়া দু’জনের মধ্যে কোনও সম্পর্ক নেই। নিজের বয়ফ্রেন্ড নিয়ে যদিও কোনও কালেই মুখ খোলেননি আনা। সমাজমাধ্যমে কোনও ছবিও দেননি কখনও। তাঁর সহ খেলোয়াড়দের একাংশ যদিও দাবি করেন, বয়ফ্রেন্ড রয়েছে আনার। বাগ্‌দান হতে পারে শিগগিরই।

১৬১৬
বয়স মাত্র ২২। এর মধ্যেই সুইৎজ়ারল্যান্ডে কিনেছেন নিজের বাড়ি। রয়েছে মার্সিডিজ় গাড়ি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আট লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৬ কোটি টাকা। তবে ফুটবলার আনার লক্ষ্য অর্থ বা যশ নয়। বরং ইচ্ছা তাঁর একটাই। ভবিষ্যতের ফুটবলারদের কাছে আদর্শ হতে চান তিনি।

বয়স মাত্র ২২। এর মধ্যেই সুইৎজ়ারল্যান্ডে কিনেছেন নিজের বাড়ি। রয়েছে মার্সিডিজ় গাড়ি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আট লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৬ কোটি টাকা। তবে ফুটবলার আনার লক্ষ্য অর্থ বা যশ নয়। বরং ইচ্ছা তাঁর একটাই। ভবিষ্যতের ফুটবলারদের কাছে আদর্শ হতে চান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on:Save:
Advertisement
আরও গ্যালারি
Something isn't right! Please refresh.



No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts