Tuesday, April 11, 2023

বিরিয়ানি মশলা রেসিপি


 


বিরিয়ানি মশলা রেসিপি

(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)   


উপকরনঃ 

কাশ্মিরী লাল মরিচ- ৫টি, 

গোটা ধনে- ৩ টেবিল চামচ, 

তেজপাতা- ৫টি, 

জিরা- ১ টেবিল চামচ, 

শাহি জিরা- ১ টেবিল চামচ, 

জয়ত্রী- ১ টেবিল চামচ, 

দারুচিনি- ২ স্টিক, 

লবঙ্গ- ১ চা চামচ, 

বড় এলাচ- ৩টি, 

স্টার আনিস- ২টি, 

গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ, 

ছোট এলাচ- ১০টি, 

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ, 

জয়ফল গুঁড়ো- ১/২ চা চামচ।


প্রনালিঃ 

শুকনো কড়াইতে গোটা মশলাগুলো ড্রাইরোস্ট করে নিতে হবে। প্রথমে কড়াইতে তেজ পাতা ও শুকনো লঙ্কা কেটে কেটে ফেলে দিন। কম আঁচে রেখে নাড়াচাড়া করতে থাকুন। রঙ বদলাতে শুরু করলে এই দুটো উপাদান নামিয়ে নিন। এবার ওই কড়াইতে এবার দিন দারুচিনি, জয়ত্রী ,লবঙ্গ , ছোট এলাচ, স্টার অ্যানিস, গোটা গোলমরিচ ও বড় এলাচ। এগুলোও কম আঁচে রেখে নাড়াচাড়া করুন। মশলা ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।


আবার ওই কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, শাহি জিরে ও মৌরি দিয়ে ভেজে নিন। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে সব মশলা গুলোকে ঠান্ডা করে এক সঙ্গে মিশিয়ে দিন। এবার এই মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন। মশলা গুঁড়ো হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো ও জায়ফল গুঁড়ো মিশিয়ে দিন। এবার একটি কাঁচের জারে বা কৌটোতে মশলাটা রেখে দিন। যে পাত্রে রাখবেন সেটা যেন শুষ্ক হয়। আর সূর্যালোকে যেন না আসে মশলাটা, সেই দিকে খেয়াল রাখুন।

No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts