Monday, April 24, 2023

সব প্রেসক্রিপশনেই লেখা থাকে তিনটি সংকেত OD, BD, TDS... ভেবে দেখেছেন এর কী?

 

সব প্রেসক্রিপশনেই লেখা থাকে তিনটি সংকেত OD, BD, TDS... ভেবে দেখেছেন এর কী?

General Knowledge: OD- একবার ওষুধ খান BD- দুবার ওষুধ খান TDS- তিনবার ওষুধ খান QD- চারবার ওষুধ খান

    1/ 5

    আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা হয়তো আমরা খেয়ালই করি না৷ যেমন ধরুন, যখন চিকিৎসকের কাছে যান সকলেই দেখেছেন প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দেন৷

    2/ 5

    খেয়াল করলেই দেখা যাবে প্রেসক্রিপশনে ওষুধের নাম ছাড়াও আরেকটি জিনিস লেখা থাকে৷ কী বলুন তো? কয়েকটি সংকেত!

    3/ 5

    আমরা বুঝতে পারি না ডাক্তার ওষুধের নামের পাশে কী লিখতে চেয়েছেন। সেই বিষয়টি জানতে পারলেই পরিষ্কার হয়ে যাবে যে কী ভাবে ওষুধ খেতে হবে।

    4/ 5

    OD- একবার ওষুধ খান। BD- দুবার ওষুধ খান। TDS- তিনবার ওষুধ খান। QD- চারবার ওষুধ খান। AC- খাওয়ার আগে খান। PC- খাওয়ার পর খান। HS- ঘুমাতে যাওয়ার সময় খান।

    5/ 5

    কিছু ক্ষেত্রে লেখা থাকে STAT,যার অর্থ হল চিকিৎসক ওষুধ লেখার সঙ্গে সঙ্গেই দিতে হবে। এছাড়া লেখা থাকে SOS.এটি বেশ গুরুত্বপূর্ণ৷ এর অর্থ হল যখন সমস্যা হবে, তখনই খান, অন্যসময় খাবেন না।

    No comments:

    Post a Comment

    Featured Post

    Who want to earn money from online?

      Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

    Popular Posts