সব প্রেসক্রিপশনেই লেখা থাকে তিনটি সংকেত OD, BD, TDS... ভেবে দেখেছেন এর কী?
General Knowledge: OD- একবার ওষুধ খান BD- দুবার ওষুধ খান TDS- তিনবার ওষুধ খান QD- চারবার ওষুধ খান
আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা হয়তো আমরা খেয়ালই করি না৷ যেমন ধরুন, যখন চিকিৎসকের কাছে যান সকলেই দেখেছেন প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দেন৷
খেয়াল করলেই দেখা যাবে প্রেসক্রিপশনে ওষুধের নাম ছাড়াও আরেকটি জিনিস লেখা থাকে৷ কী বলুন তো? কয়েকটি সংকেত!
আমরা বুঝতে পারি না ডাক্তার ওষুধের নামের পাশে কী লিখতে চেয়েছেন। সেই বিষয়টি জানতে পারলেই পরিষ্কার হয়ে যাবে যে কী ভাবে ওষুধ খেতে হবে।
OD- একবার ওষুধ খান। BD- দুবার ওষুধ খান। TDS- তিনবার ওষুধ খান। QD- চারবার ওষুধ খান। AC- খাওয়ার আগে খান। PC- খাওয়ার পর খান। HS- ঘুমাতে যাওয়ার সময় খান।
কিছু ক্ষেত্রে লেখা থাকে STAT,যার অর্থ হল চিকিৎসক ওষুধ লেখার সঙ্গে সঙ্গেই দিতে হবে। এছাড়া লেখা থাকে SOS.এটি বেশ গুরুত্বপূর্ণ৷ এর অর্থ হল যখন সমস্যা হবে, তখনই খান, অন্যসময় খাবেন না।
No comments:
Post a Comment