Sunday, November 12, 2023

Durba Grass Benefits: একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য!


 


Durba Grass Benefits: একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য! পেটের সব অসুখ দূর করে এর গুণাগুণ

Durba Grass Benefits: শারীরিক নানা ও রোগ উপশমে বেশ কার্যকরী এই ঘাস

দূর্বা ঘাস 

দূর্বা ঘাস 

 বিবরণ: সনাতনী রীতি অনুযায়ী দূর্বা ঘাস অত্যন্ত পবিত্র। এই দূর্বা ঘাস পুজোয় কাজে লাগে। ভাইফোঁটা, জন্মদিন, বিয়ে-সহ যে কোনও পবিত্র অনুষ্ঠানে প্রয়োজন দূর্বা ঘাসের। তবে শুধু যে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এই দূর্বা ঘাস তা নয়, শারীরিক নানা ও রোগ উপশমে বেশ কার্যকরী এই ঘাস।

বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে মাটিতে অযত্নে বেড়ে ওঠে এই ঘাস । সাদা মাটিতে সবুজ এই দূর্বা ঘাস দেখলে মনে হবে যেন সবুজের গালিচা বিছানো। পুজো কিংবা সামাজিক কোনও অনুষ্ঠানে যেমন কাজে লাগে, তেমনই নানান ও রোগব্যাধি দূর করতে দূর্বা ঘাসের জুড়ি মেলা ভার। কোষ্ঠকাঠিন্য, লিভারের সমস্যা দূর করতে কাজে লাগে এই ঘাস।

No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts