What Anurag asked, I Give it : sunny Leone.
Sunny Leone and Anurag Kashyap
বলিউডের সবচেয়ে মোহময়ী ও আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে সানি লিওন বরাবরই শীর্ষস্থান দখল করে আছেন। চলচ্চিত্র, মিউজিক ভিডিও, আইটেম সং―সব জায়গায় তিনি নিজেকে বর্ণিল রেখেছেন। বর্তমানে বলিউড চলচ্চিত্রেই নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানি লিওন নিজের অন্যান্য কাজ ও ব্যক্তিগত জীবনের পাশাপাশি অনুরাগ কাশ্যপের বিষয়েও কথা বলেছেন। অনুরাগের সঙ্গে করা চলচ্চিত্র সম্পর্কে প্রশ্ন করা হলে সানি লিওন বলেন, ‘এটি ইতিমধ্যে শেষ হয়েছে। অনুরাগ আশ্চর্যজনক এবং খুব ঠাণ্ডা প্রকৃতির মানুষ। আমি তাঁর সাথে কাজ করতে পছন্দ করতাম। তিনি আমার কাছ থেকে যা চেয়েছিলেন, আমি তা দেওয়ার চেষ্টা করেছি এবং তিনি এতে খুশি। তিনি কাজের বিষয়ে খুব সিরিয়াস ছিলেন। তাই আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। অবশেষে সেটি তাঁর মনের মতো হয়েছে, যা আমাকেও খুশি করেছে।’
সামনে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সানি লিওনের। আর রাধাকৃষ্ণানের পরিচালনায় ‘পাত্তা', সুরিয়ার পরিচালনায় ‘গিন্না’, যুভানের পরিচালনায় ‘ও মাই ঘোস্ট’ মুক্তি পাবে এ বছরই। বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
No comments:
Post a Comment