Saturday, December 3, 2022

How to take the website to the top list of google in 7 days



 




What is KGR Keyword Research?

KGR or Keyword Golden Ratio refers to the term that can be easily placed on the first page of Google in a short period of time only by doing on-page SEO (to bring the website to the first page of the list provided by Google search engine). This is called ranking. Doug Cunnington, CEO of Niche Site Project, discovered this KGR keyword.

The result obtained by dividing the number of search results obtained from Google with 'all-intitle (the word in the title of the article)' by the search volume of that keyword (how many times information has been searched for the word), is essentially the keyword golden ratio.

KGR keywords refers to long tail keywords. Contains five or more words or phrases. A KGR ratio of 0.25 or below makes it much easier to get ranked. And if it is between 0.25 and 1, it will take time to get rank and if it is more than 1, it will be difficult and time consuming to get.

In simple terms, KGR keywords are keywords that have not been worked on much and have low competition. Expressing this through a mathematical formula, it is named, KGR. In this formula, all such keywords are found, which are not much content on the internet. So if you write any writing or article with these keywords, it can be easily ranked in the search engine.

How to do KGR Keyword Research

There are a few things you need to follow to research KGR keyword research.

First, you need to search Google with root or seed keywords. Then a long tail keyword should be selected by taking ideas from relevant or suggestion keywords from Google search or using SEO tools. 250 or fewer keywords searched per month.

Remember, KGR keywords are basically long tail keywords and this formula only works for long tail keywords. We selected a long tail keyword 'KGR Formula' with Keyword Everywhere tools, which has a monthly search volume of 90. It is basically a search term, which gives search results for the title.

Second, we searched Google by putting allintitle: before that keyword, i.e. 'allintitle:Keyword Golden Ratio Formula' and got seven search results.

Now if we check according to KGR or Keyword Golden Ratio formula:

KGR: 7/90 = 0.07. From which we understand that working on these keywords will make ranking much easier.

Some Benefits of KGR Keywords

1. KGR keywords are quite effective for new sites. The search volume for KGR keywords is in the 250s. So it is relatively easy to rank them on a new site.

2. When a site is new, it is very difficult and time consuming to write articles with high search volume keywords to get them to the top list. So there is no alternative to KGR keyword in this case.

3. No backlinking (using links from other websites to increase your website's rank) is usually required to get KGR content to the top of the list. Articles are ranked within a week of publication.

4. Can be ranked without backlinks, so no unnecessary guest posts or anything else.

5. Bringing users (web visitors or traffic) to a new site is difficult and time-consuming. So KGR formula can bring traffic to relatively new site in quick time.

Does KGR always work?

KGR Keyword Research may not always work. But research and practice show that this formula works 80 percent of the time. If you do proper KGR keyword research and publish it through informative content on your site, hopefully, your site will also rank in Google.

Exceptions to the KGR keyword

There are some things, which the KGR formula does not work even if selected.

Health: If you are working on a health related keyword and your website is new, there is a high risk of not ranking due to low or no E-A-T (Expertise, Authoritative and Trust).

রাজধানীর প্রথম আলো কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, মার্কেটিং ও বিক্রয় নির্বাহী নাসিফ আলম এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফরমেশনের সমন্বয়ক মুনির হাসান, প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান, প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাভেদ হুসেন, ব্যবস্থাপক হুমায়ুন কবির, পাণ্ডুলিপি সম্পাদক হুমায়ূন শফিক, আনিসুর রহমান ও লেখক রাহিতুল ইসলাম।

চুক্তি অনুযায়ী বিশ্বকাপ ফুটবল কুইজ উপলক্ষে কুইজ বিজয়ীদের জন্য প্রথমা ডটকমকে গিগাবাইট জার্সি ও টুপি প্রদান করবে।

চুক্তি সই অনুষ্ঠানে মুনির হাসান বলেন, ‘গিগাবাইট এখন বইয়ের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা খুব ভালো বিষয়। আশা করি, বইয়ের আরও অনেক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হবে।’

রাসেল রায়হান বলেন, ‘এখন ফুটবলের মৌসুম চলছে। বিশ্বকাপ সামনে রেখে প্রথমা ডটকম বইয়ের পাঠকদের নিয়ে কুইজ প্রচারণা শুরু করেছে। অনেক সাড়াও পাওয়া যাচ্ছে। এ উদ্যোগের সঙ্গে গিগাবাইট যুক্ত হওয়ায় উদ্যোগটি আরও বিস্তৃত হবে।’

খাজা মো. আনাস খান বলেন, ‘প্রথমা ডটকমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি। গিগাবাইট বই নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চায়।’

রাত নয়টায় নকআউট পর্বের প্রথম খেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা কাশেফের মতে ৭১ শতাংশ। যুক্তরাষ্ট্রের সম্ভাবনা ২৯ শতাংশ।

আজ রাত একটার খেলায় আর্জেন্টিনাকেই জিতিয়ে রেখেছে কাশেফ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাশেফের ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ শতাংশ, অপর দিকে অস্ট্রেলিয়ার সম্ভাবনা ২৪ শতাংশ।

৪৬ ম্যাচে কাশেফের স্কোরকার্ড

কাতার বিশ্বকাপে গতকাল শুক্রবার পর্যন্ত হয়ে যাওয়া ৪৮টি ম্যাচ নিয়ে প্রতিদিনই ভবিষ্যদ্বাণী করেছে কাশেফ। নিজের কাজে কতটা সফল হয়েছে কাশেফ? ৪৮টি ম্যাচের হিসাবে কাশেফের সাফল্যের হার ৬৫ শতাংশ। কাশেফ বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে। এ জন্য প্রায় ২০০ ধরনের ১ লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রোগ্রামটি। প্রতিটি ম্যাচের পর কাশেফের প্রোগ্রামেও সেটির তথ্য–উপাত্তও যোগ হয়। প্রতিদিনই নতুন করে হিসাব–নিকাশ করে কাশেফ ভবিষ্যদ্বাণী করছে।

কম্পিউটার প্রোগ্রামিং, তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে খেলার ফলাফল অনুমান করা কোনোভাবেই সহজ কোনো বিষয় নয়। খেলার ধরন, খেলোয়ারদের দক্ষতা ইত্যাদির বাইরে থাকে খেলার সময় খেলোয়ারদের ফিটনেস ও মানসিক অবস্থার বিষয়। তাই কাশেফের ৬৫ শতাংশ সঠিক ভবিষ্যদ্বাণী বেশ বড় সাফল্যই বলতে হয়।

পলের থেকে পিছিয়ে

২০১০ বিশ্বকাপে পল দি অক্টোপাস নামের অক্টোপাস বিশ্ববাসীর নজর কেড়েছিল ম্যাচের ভবিষ্যদ্বাণী করে। যদিও বিষয়টি অতিপ্রাকৃত, তবুও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পল কী বলছে, সে ব্যাপারে আগ্রহ ছিল সবারই। কাশেফের মতো পল সব খেলার ভবিষ্যদ্বাণী করেনি। সে করেছিল ১৪টি ম্যাচের ভবিষ্যদ্বাণী, এর মধ্যে ১২টি মিলে গেছে। পলের সাফল্যের হার ৮৫ দশমিক ৭ শতাংশ। এই দিক থেকে পল এখনো এবারের ভবিষ্যৎ–বক্তা রোবটের চেয়ে এগিয়ে রয়েছে।

কোনো মিটিং চলার সময় এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন থেকে ব্যবহারকারী লাইভ ট্রান্সক্রিপশন ফিচারটি সচল বা নিষ্ক্রিয় করতে পারবেন। এ জন্য সভা চলার সময় ‘মোর অ্যাকশনস’ নির্বাচন করতে হবে। ব্যক্তিগত বা দলগত ভিডিও কলেও এটি ব্যবহার করা যাবে।

একবার সচল হলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী সময়েও চালু থাকবে। সভার বক্তার লেভেলের ওপর লাইভ ট্রান্সক্রিপ্ট দেখা যাবে। মিটিং শেষে ‘ফাইলস’ বিভাগ থেকে পুরো কথোপকথন দেখতে পাবেন ব্যবহারকারী।

এই সুবিধার ফলে মিটিং নোটস নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। কেননা, এটি সচল থাকলে আলাদা করে প্রত্যেক বক্তার বক্তব্য লিখে রাখার প্রয়োজন হবে না। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে লেকচার নোট নিতেও সহায়ক হবে এ ফিচার।

মেটাভার্সের জন্য সনির মোশন ট্র্যাকিং সিস্টেম

‘মেটাভার্স’ ভার্চ্যুয়াল দুনিয়ায় নিজেদের ছবিযুক্ত অ্যাভাটারের নড়াচড়া নিয়ন্ত্রণের সুযোগ দিতে ‘মোকোপি’ নামের মোশন ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এ প্রযুক্তি মূলত মেটাভার্সের ভার্চ্যুয়াল দুনিয়ায় একে অপরের সঙ্গে পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেবে। আকারে ছোট যন্ত্রটি হাতের পাশাপাশি শরীরের যেকোনো জায়গায় রেখে ব্লুটুথের মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে। সূত্র: দ্য ভার্জ

ব্লুটুথের মাধ্যমে তথ্য চুরি করছে হ্যাকাররা

গান শোনা বা ভিডিও দেখার সময় অনেকেই তারহীন ব্লুটুথ ব্যবহার করেন। কেউ আবার ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন যুক্ত করে কথা বলেন। কিন্তু এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে ফোনের তথ্য চুরি করছে হ্যাকাররা। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে সাইবার হামলা চালানোর জন্য হ্যাকাররা প্রথমে নির্দিষ্ট ব্যক্তির ফোনের ব্লুটুথ নেটওয়ার্কে ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে নিজেদের কাছে থাকা বিশেষ ধরনের যন্ত্র যুক্ত করে।

এর মাধ্যমে প্রায় ১০ মিটার দূর থেকে যেকোনো ফোনের তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীদের কথোপকথন শুনতে পারে তারা। ব্লুটুথের মাধ্যমে তথ্য চুরির হাত থেকে বাঁচতে বিভিন্ন প্রতিষ্ঠান বা পাবলিক স্পেসে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করার পাশাপাশি প্রয়োজন ছাড়া ফোনে ব্লুটুথ অপশন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment

Featured Post

Who want to earn money from online?

  Who want to earn money from online?     Click here :      Details :    Contact:

Popular Posts